সাংবাদিক তুরাব হত্যা: এক আসামি ৫ দিনের রিমান্ডে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রেফতার উজ্জ্বল সিংহাকে আদালতে তোলা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন এ রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক তুরাব হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুরসালিন।

তিনি জানান, আসামি উজ্জ্বল সিংহার ৭ দিনের রিমান্ড চান চাইলে বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে রোববার (১৭ নভেম্বর) রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল উজ্জ্বল ডিএমপিতে কর্মরত ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ৮ অক্টোবর সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলা সিলেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) স্থানান্তর করা হয়। ওইদিন দুপুরে মামলার নথিপত্র কোতোয়ালি থানা থেকে পিআইবিতে বুঝিয়ে দেয়া হয়। হত্যাকাণ্ডের পৌনে তিন মাস পর এই মামলা পিবিআইতে স্থানান্তর হয়।

উল্লেখ্য-গত ১৯ জুলাই সিলেট নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে আহত হন ও পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় মারা যান দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এ টি এম তুরাব। এই ঘটনার পরপরই মামলা দিতে গেলে কোতোয়ালি পুলিশ মামলা না নিয়ে জিডি হিসেবে রুজু করে। ছাত্র গণবিপ্লবের পর গত ১৯ আগস্ট আদালতে তুরাব হত্যা মামলা করা হলে পুলিশকে মামলা এফআইআর করে দ্রুত তদন্তের নির্দেশ দেয় আদালত। কিন্তু দীর্ঘদিনেও কাউকে গ্রেফতার করা যায়নি।

তুরাব হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান আসামি করা হয়। মামলার অন্যতম আসামি এসএমপির তৎকালীন ডিসি আজবাহার আলী শেখ, এডিসি গোলাম দস্তগীর, কোতোয়ালি থানার তৎকালীন ওসি মঈন উদ্দিনসহ ১৮ জন এজহারভুক্ত আসামিই পলাতক রয়েছেন।