সরকারি কৌঁসুলি নিয়োগে অনিয়মের অভিযোগ, আইনজীবীদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে সরকারি কৌঁসুলি (জিপি) নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জানা গেছে, আদালতে অনিয়মিত ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ হয়।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, নবনিযুক্ত কৌঁসুলি আব্দুল্লাহ ইউসুফ পাশার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সদস্য মাকসুদুল হক (বাবু) ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. মামুন খানকেও অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়ে ক্ষুব্ধ আইনজীবীরা নবনিযুক্ত কয়েকজন কৌঁসুলির চেম্বারে তালা ঝুলিয়ে দেন।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দীন বলেন, সরকারি কৌঁসুলি নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থিত ও কম সক্রিয় আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনুচিত। এতে অনেক যোগ্য আইনজীবী এই নিয়োগ থেকে বাদ পড়েছেন। তাই এই নিয়োগ বাতিলের দাবিতে আমরা আন্দোলন করছি।"

এ বিষয়ে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, "কিছু আইনজীবীর নিয়োগে অসন্তোষ দেখা দিয়েছে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নিয়োগসহ কিছু ত্রুটি হয়েছে। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।"

বিক্ষোভ কর্মসূচি শেষে আইনজীবীরা জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় সঠিকতা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।