পটুয়াখালীতে বিদেশি পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিএনপির এক নেতার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অভিযানে আটক হওয়া ব্যক্তি মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে যৌথবাহিনীর এ অভিযান চালানো হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সুবিদখালী এলাকার তার নিজ বাড়িতে অভিযান চালায়। বাড়ির পৃথক দুটি কক্ষে তল্লাশি চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৭.৬৫ এমএম পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানটি বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়, যা জাতীয় নিরাপত্তা রক্ষায় অবদান রাখবে। অভিযানের পর অস্ত্রসহ আটক জাহাঙ্গীর ফরাজীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বেআইনি অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।