সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক/ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক/ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (২১ অক্টোবর) শহরের পলাশপোল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল, শ্যামনগরের নোয়াবেকী এলাকার সুমন বিশ্বাস ও বিশ্বজিত রায়।

সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে একটি আভিযানিক দল দোলনের বাড়িতে অভিযান চালায়। এসময় তিন সহযোগীসহ দোলনকে একটি চাইনিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৫ আগস্ট সাতক্ষীরা সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজাসহ তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।