লেবানন থেকে দেশে ফিরলেন ৫৪ বাংলাদেশি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রথম দফায় দেশে ফিরেছেন ৫৪ জন বাংলাদেশি। এদের মধ্যে সাত শিশু রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় ফেরেন তারা। তাদের সরকারি খরচে দেশে আনা হয়েছে।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্বাগত জানানোর কথা রয়েছে।

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে। দ্বিতীয় দফায় বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬৫ বাংলাদেশি দেশে ফিরবেন।