ত্রিশালে পুকুরে বিষ প্রয়োগ, ৩০ লাখ টাকার ক্ষতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহ ত্রিশালে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ অক্টবর) গভীর রাতে উপজেলার বইলর,কানহর এলাকায় সাংবাদিক আলমগীর কবির এর পুকুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

পুকুরের মালিক আলমগীর কবির জানান , প্রায় এক একর জায়গার উপর পুকুর খনন করে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতোশুক্রবার রাতে কে বা কাহারা রাতে পুকুরে বিষ প্রয়োগ করে সকালে পুকুর পারে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে । পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।