ইতালি যাওয়ার আগে খেতে গিয়ে লাশ হলেন একই পরিবারের ৫ সদস্য

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় ইতালি প্রবাসী সৈয়দ মোবারকসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এক মাসের মধ্যে ইতালি যাওয়ার কথা ছিল মোবারকের।

শুক্রবার (১ মার্চ) সকালে বিষয়টি জানান মোবারকের চাচাতো ভাই সৈয়দ ফয়সাল। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাত ৮টার দিকে সৈয়দ মোবারক তার স্ত্রী স্বপ্না, মেয়ে সৈয়দা তাশফি, ছেলে সৈয়দা নূর ও সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে বাসা থেকে বের হন ‘কাচ্চি ভাইতে’ খাওয়ার জন্য। তারা সেখানে পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে। এতে তারা সবাই মারা যান।’ 

সৈয়দ ফয়সাল বলেন, প্রবাসী মোবারকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি ঢাকার মগবাজার এলাকায় থাকতেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, এখন পর্যন্ত আগুন লাগার এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।