সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করেছে: বিমানমন্ত্রী

  • ড্রিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল/ ছবি: সংগৃহীত

বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল/ ছবি: সংগৃহীত

বর্তমান সরকার একদিকে যেমন শিক্ষার গুণগতমান নিশ্চিত করেছে, তেমনি অন্যদিকে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শাহজাহান কামাল বলেন, ‘শিক্ষা বিবেকবোধ ও মানবিক গুণাবলি সমৃদ্ধ নাগরিক সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতির সুযোগ সৃষ্টি করে; যা দেশকে এগিয়ে নিয়ে যায়। তাই সরকার শিক্ষার গুণগতমান নিশ্চিত করেছে।’

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক আলী আশরাফ, চান্দিনা উপজেলা চেয়ারম্যান বাবু তপন বকশী, অধ্যক্ষ আবদুল মান্নান প্রমুখ।