সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, শনাক্ত ১২৫

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২৫ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮ জনে এবং আক্রান্তের সংখ্যাও আট হাজার ছাড়ালো।

মৃতরা হলেন, কাজিপুর উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৩), চৌহালী উপজেলার এনায়েতপুরের বাসিন্দা আব্দুল মজিদ মোল্লা (৮৪), একই উপজেলার সাহিদা খাতুন (৬০) ও কামারখন্দের গোলাম ওয়ালিউল আলম (৮৮)।

বিজ্ঞাপন

তাদের মধ্যে তিনজন এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শনিবার (৩১ জুলাই) সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৩০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মোট আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ৪০ দশমিক ৮৫ ভাগ। জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট পাঁচ হাজার ২২৭ জন।