অ্যানিমে এবং কে-পপ আঙুলের নখে সাজিয়েছেন যে শিল্পী
যুগের সঙ্গে ফ্যাশনের পরিবর্তন আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। চলতি দশকে আধুনিক ফ্যাশনের খুব প্রচলিত অংশ হয়ে উঠেছে এক্সটেনশন। চুল, ভ্রু, আইল্যাশের মতো নেইল এক্সটেনশনও অনেক জনপ্রিয় হচ্ছে। স্বল্প বা দীর্ঘ মেয়াদি নেইল এক্সটেনশনের চর্চা এখন বেশ প্রচলিত।
তবে কিছু মানুষ আছে যারা সাধারণ কিছুকেও অসাধারণ ও সৃজনশীল কোনো রূপ দিতে পছন্দ করেন। নেইল এক্সটেনশনেও এখন শুধুমাত্র সাধারণ নেইলপলিশ লেপ্টানোতে সীমাবদ্ধ নেই। জাপানিজ এক শিল্পী বিশ্বব্যাপী জনপ্রিয় কে-পপ এবং জাপানিজ অ্যানিমে থেকে অনুপ্রাণিক হয়ে নেইল এক্সটেনশন করেছেন।
জাপানিজ ব্যঙ্গচিত্র অ্যানিমমে নামে পরিচিত। এই প্রকৃতির কার্টুন শুধু জাপান নয়, বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। সেই পর্দায় আঁকাচিত্র অ্যানিমেকেই নখে সাজিয়েছেন শিল্পী হিকারু মোরিশিতা। জাপানিজ এই শিল্পী সৌদি আরবে একটি নতুন পরিবেশনা করতে যাচ্ছেন। যারা তার অ্যানিমে নখ পছন্দ করেন তাদের উদ্দেশ্য করেই বিশ্বস্ত এই আয়োজন।
আরব নিউজের সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন এই শিল্পী। ২০১৯ সাল থেকেই নখ সাজানো নিয়ে কাজ করছেন মোরিশিতা। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যখন তিনি এই কাজ শুরু করেন তখন তার কোনো নেইল এক্সটেনশনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ছিল না। সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে নিজের এই যাত্রা চালিয়েছেন মোরিশিতা।
তিনি জানান, নখ নিয়ে আগে যারা কাজ করতো তাদের কাজে মোরিশিতা কখনো মুগ্ধ হতে পারেনি। তাই তার কল্পনার সৃজনশীলতাকে তিনি নিজেই ফুটিয়ে তুলতে চাইলেন। নিজস্বতা দিয়ে এই ইন্ড্রাসিতে কাজ শুরু করলেন। খুব দ্রুত তিনি জনপ্রিয়তা পান এবং তার পরিচিতি ছড়িয়ে পড়ে। এরপর তার ভক্তরা তাকে নেইল আর্টের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করলো। তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই পথেই নিজের ক্যারিয়ার গড়বেন।
নিজের প্রথম ক্লাইন্টের অভিজ্ঞতাও শেয়ার করেন মোরিশিতা। তিনি বলেন,‘আমি যে বাসায় থাকতাম, মেয়েটি তার পাশের অ্যাপা্র্টমেন্টেই থাকতো। সে মাঝারি দৈর্ঘ্যের নখ বানাতে চাচ্ছিল। ৫ ঘণ্টা সময় নিয়ে আমি তার নেইল এক্সটেনশন করি। তার কাজ সম্পন্ন হওয়ার পর যখন সে চলে যায়, আমি নিজের মধ্যে তৃপ্তির আনন্দ অনুভব করি। এতটা আনন্দ আমি কখনোই আগে অনুভব করিনি, যে চিৎকার করি উঠি। আমি বুঝলাম এই অনুভূতিটাই আমি বারবার চাই।’
৩ বছর আগে একটি কর্পোরেট ফার্মে সেক্রেটারি হিসেবে কাজ করার পাশাপাশি নেইল এক্সেটেনশনের কাজও করতেন তিনি। এখন পুরোপুরি নখচর্চার পেশায় কাজ করছেন মোরিশিতা। এছাড়াও ‘টামামোনো’ নামের একটি গয়নার ব্যবসা এবং তার ডিজাইন করা পেঙ্গুইন ‘চাপা’র ব্যবসা রমরমা চলছে। তাকে দেখে আরও অনেক আর্টিস্ট অনুপ্রাণিত হচ্ছেন।
তথ্যসুত্র: আরব নিউজ