প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আব্দুল্লাহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির (নির্বাচন কমিশন) আদেশ চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর ও বিচারপতি মো. বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর আগে, দৈত্ব নাগরিকত্বের অভিযোগে গত শুক্রবার (১৫ ডিসেম্বর) আপিল শুনানি নিয়ে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ তুলে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

জাহিদ ফারুকের প্রার্থিতাও বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছিলেন সাদিক। তবে কমিশন সে আবেদন নামঞ্জুর করে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল রাখে।