বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক তিন থানার নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ ডিসেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

১০ বছর আগে রাজধানীর কদমতলী থানার নাশকতার মামলায় পৃথক দুই ধারায় ৭ জনকে আড়াই বছরের কারাদণ্ড দেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

দণ্ডিতরা হলেন-শরীয়ত উল্লা, মুজাহিদ, মীর মো. আসাদুজ্জামান কাকন, সুমন চৌধুরী, আমিন মিয়া, জাহাঙ্গীর আলম ও হারুন অর রশিদ মিশু।

পাঁচ বছর আগে রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, হলেন আকরাম হোসেন,সিদ্দিকুর রহমান প্রান্ত, শাহজাহান কবির মন্টু,  শরিফুল ইসলাম, তোফায়েল শিকদার, কামাল হোসেন,  মীর মো. স্বপন, ওয়াহিদুল ইসলাম, শাহিন, মামুন চৌধুরী, আব্দুল জলিল ব্যাপারী, রফিকুল ইসলাম ওরফে খোকন, জয়নাল।

এদের মধ্যে প্রথম দুইজনকে দুই ধারায় দুই বছর করে এবং পরের ১০ জনকে দেড় বছর করে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

কোতয়ালী থানার নাশকতার মামলায় ৮ জনকে পৃথক দুই ধারায় তিন বছর করে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

আসামিরা হলেন-আবু তাহের, পারভেজ আলম, রজ্জব আলী পিন্টু, রিয়াজ আহম্মেদ রিয়াজ, শওকত ওরফর সাখাওয়াত হোসেন আনান, নব কুমার দত্ত, ইমরান হোসেন ইমু, আরিফ হোসেন বাপ্পি।