নিউইয়র্কে প্রথম মুসলিম পুলিশ কমান্ডিং অফিসার

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিউইয়র্কের প্রথম মুসলিম পুলিশ কমান্ডিং অফিসার আদিল রানা, ছবি: সংগৃহীত

নিউইয়র্কের প্রথম মুসলিম পুলিশ কমান্ডিং অফিসার আদিল রানা, ছবি: সংগৃহীত

প্রথম আমেরিকান মুসলিম হিসেবে নিউইয়র্ক সিটির লোকাল প্রিসিন্টের কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন আদিল রানা। ৭ জুলাই পাকিস্তানি বংশোদ্ভূত এ ক্যাপ্টেনের নিয়োগ নিশ্চিত করে নিউইয়র্কের পুলিশ বিভাগ। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

ক্যাপ্টেন আদিলের নিয়োগ প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা জানায় আমেরিকার বিভিন্ন মুসলিম কমিউনিটি। একজন মুসলিম কমান্ডিং অফিসার হিসেবে নিউইয়র্কের পুলিশ বিভাগে আদিলই প্রথম। নতুন ইতিহাস তৈরি করায় ক্যাপ্টেন আদিল নিজেও অত্যন্ত আনন্দিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করে নতুন কিছু তৈরি করব। এটি আমেরিকার জন্য একটি ঐতিহাসিক দিন।

নিইইয়র্ক পুলিশ বিভাগের চিফ ফাসতো পিসার্ডো এক টুইটবার্তায় ক্যাপ্টেন আদিলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ক্যাপ্টেন আদিলকে প্রথম পাকিস্তানি আমেরিকান প্রিসেন্ট কমান্ডার হিসেবে শুভেচ্ছা।