মুসলিমদের বিয়ে অনুষ্ঠানের অনুমতি দিলো ইন্দোনেশিয়া

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আচেহের একটি মসজিদে বিয়ের আকদ অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

আচেহের একটি মসজিদে বিয়ের আকদ অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুসলিমদের বিয়ের অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। এর আগে দেশটি মাত্র ১০ জনের অংশগ্রহণ সীমাবদ্ধ রাখার শর্তে এ জাতীয় অনুষ্ঠান শুধুমাত্র স্থানীয় বিয়ে রেজিস্ট্রি অফিসে সম্পন্ন করার অনুমতি দিয়েছিলো।

ইন্দোনেশিয়ার ধর্ম বিয়ষক মন্ত্রণালয়ের মুসলিম কমিউনিটি গাইডেন্স ডিরেক্টর জেনারেল কামারউদ্দিন আমিন জানান, সার্বিক বিষয় বিবেচনা করে কনে ও বরকে তাদের বাড়ি, হল রুম কিংবা মসজিদে আকদ অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব অনুষ্ঠানে অংশ নেওয়াদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিজ্ঞাপন

এর আগে করোনার প্রার্দুভাব দেখে দিলে বিয়ের অনুষ্ঠান বিষয়ে একটি নির্দেশনা জারি করেছিল দেশটি। নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে যেকোনো বাড়িতে বা স্থানীয় বিয়ে রেজিস্ট্রি অফিসে অনধিক ১০ জনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে পারবে।

নতুন নির্দেশনায় বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া লোকের সংখ্যা মসজিদ কিংবা হলের ধারণক্ষমতার ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তবে ৩০ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না।

বিজ্ঞাপন

বিয়ে সংক্রান্ত বিষয়গুলো সহজ করতে বিয়ের জন্য আগ্রহীরা অনলাইনে, ফোনে কিংবা ই-মেইলে তাদের এলাকার বিয়ে রেজিস্ট্রি অফিসে আবেদন জমা দিতে পারবে।

ইন্দোনেশিয়া বিশ্বের অষ্টম দেশ, যেখানে মেয়েশিশুরা বাল্যবিয়ের শিকার হয়। আগের আইনে মেয়েদের বিয়ের বয়স ছিল ১৬, পরে তা বাড়িয়ে ১৯ করা হয়।

বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় একজন পুরুষ চাইলে চারটি বিয়ে করতে পারেন। দেশটিতে বহুবিবাহের হার কতটা, তা সঠিকভাবে জানার কোনো উপায় নেই, কারণ অনেক বিয়ে নিবন্ধন করা হয় না।

-জাকার্তা পোস্ট অবলম্বনে