আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় ইকরামুল মুসলিমিনের ত্রাণ বিতরণ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করছে ইকরামুল মুসলিমিনের নেতৃবৃন্দ, ছবি: সংগৃহীত

আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করছে ইকরামুল মুসলিমিনের নেতৃবৃন্দ, ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করেছে আলেমদের স্বেচ্ছাসেবী সংগঠন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন।

রোববার (৩১ মে) ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন শেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার কয়েকশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে সংস্থাটি।

বিজ্ঞাপন

এ ছাড়া বেড়িবাঁধের মাটি ভরাটের জন্য প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসাইনের কাছে দুই হাজার বস্তা হস্তান্তর করে তারা।

সংগঠনের আহ্বায়ক মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছি। বেড়িবাঁধ ভেঙে গেছে, মানুষের ঘরবাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। চরম অসহায় অবস্থায় রয়েছে পরিবারগুলো। এখন পর্যন্ত উল্লেখ করার মতো তেমন কোনো সরকারি বা বেসরকারি অনুদান এসব এলাকায় পৌঁছেনি। মানবেতর জীবনযাপন করছে উপকূলবাসী।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সুন্দরবনের কারণে কিছু এলাকা সামান্য রক্ষা পেলেও বেশিরভাগ এলাকা বিধ্বস্ত হয়েছে। চিংড়ি ব্যবসায়ীদের মাথায় হাত। জোয়ারের পানি বিপদসীমা অতিক্রম করার ঘেরের মাছ ভেসে গেছে। নোনা পানির কারণে ফসলাদি নষ্ট হয়ে গেছে।

শ্যামনগর ও আশাশুনির ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নেতৃত্বে বেড়িবাঁধ মেরামতের কাজ চলছে। তবে এগুলোও পর্যাপ্ত নয়, জোয়ার এলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকারিভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ইকরামুল মুসলিমীনের পক্ষ থেকে বেড়িবাঁধে মাটির ফেলার জন্য দুই হাজার বস্তা দেওয়া হয়েছে।

ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় সহায়-সম্বলহীন হয়ে পড়া পরিবারগুলো রাস্তায় ঠাঁই নিয়েছে। এমন একহাজার পরিবারকে খাদ্যসাসগ্রী ও ১০০ বাথরুম করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইকরামুল মুসলিমীন।

এ ছাড়া শ্যামনগরের ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সাহায্য তহবিলে নগদ অর্থ প্রদান করেছে সংস্থাটি।

ফাউন্ডেশনের আহ্বায়ক মুফতি হাবিবুর রহমান মিছবাহর নেতৃত্বে আব্দুর রহমান কোব্বাদী, এহসান সিরাজ, সিরাজুল ইসলাম আকন, সাব্বির মাজহারী ও মনযূরুল হকসহ স্থানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ত্রাণকার্য পরিচালনা করেন।

উল্লেখ্য, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন করোনাকালে লকডাউনের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ, জীবাণুনাশক স্প্রে, জনসচেতনতায় মাইকিং, নগদ অর্থ বিতরণ, ৩ দফা রমজান প্যাকেজ, ঈদ প্যাকেজ ও রান্নাকৃত খাবার, ইফতার ও সাহরি বিতরণ করেছে। সারাদেশে ৭০টি টিমের মাধ্যমে করোনায় মৃতের কাফন-দাফনের কাজ চলমান আছে তাদের। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, হিজরা কিংবা বেদে থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে ফাউন্ডেশনটি।