জর্ডান হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ হোসাইন

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাফেজ হোসাইন আহমদ, ছবি: সংগৃহীত

হাফেজ হোসাইন আহমদ, ছবি: সংগৃহীত

জর্ডান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ হোসাইন আহমদ। প্রতিযোগিতাটি রাজধানী আম্মানে আরবি শাওয়াল মাসে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে বাংলাদেশ থেকে প্রতিনিধি বাছাই পর্বের পরীক্ষায় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ হোসাইন আহমদ জর্ডান যাওয়ার টিকিট লাভ করেন।

বিজ্ঞাপন

হোসাইন আহমদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। মাদরাসাটি যাত্রাবাড়ীর, কাজলা সাইনবোর্ডে অবস্থিত। জর্ডানে তার সঙ্গে প্রশিক্ষক হিসেবে শায়েখ নেছার আহমাদ আন নাছিরীও যাবেন।

১৩ বছর বয়সী হাফেজ হোসাইন আহমদের বাবা মাদরাসার শিক্ষক। তার বাবার নাম মুখলেসুর রহমান। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাটে।

বিজ্ঞাপন
শায়েখ নেছার আহমাদ আন নাছিরীর সঙ্গে হাফেজ হোসাইন

এর আগে কিশোর এই হাফেজ সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মূলপর্বে স্থান করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

একাধিকবার আন্তর্জাতিক সনদপ্রাপ্ত বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকি ২০১৯ সালে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬২ দেশের প্রতিনিধিকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন।

এর আগের বছর (২০১৮) এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাফেজ গাজী আবদুল্লাহ। হাফেজ গাজী আবদুল্লাহও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।

মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী বাংলাদেশী প্রতিনিধি হাফেজ হোসাইন আহমদের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।