ছারছীনা দরবারের ১৩১তম ঈসালে সওয়াব মাহফিল

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছারছীনা দরবারের ১৩১তম ঈসালে সওয়াব মাহফিল

ছারছীনা দরবারের ১৩১তম ঈসালে সওয়াব মাহফিল

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩১তম তিন দিনব্যাপী ঈসালে সওয়াব মাহফিল শুরু হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) বাদ মাগরিব হজরত পীর সাহেব কেবলার জিকিরের তালিম, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও সংক্ষিপ্ত নসিহতের মাধ্যমে ঈসালে সওয়াব মাহফিল শুরু হয়।

বিজ্ঞাপন

১ ডিসেম্বর, বুধবার বাদ জোহর তিন দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব হজরত পীর সাহেব কেবলা গুরুত্বপূর্ণ তালিম ও নসিহত প্রদান করবেন।

এ ছাড়া দরবার শরিফের বিশিষ্ট আলেমগণ বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

ইতিমধ্যে মাহফিলের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে মেহমান, আশেকান ও ভক্তবৃন্দ আসা শুরু করেছেন, অনেকে যাত্রাপথে আছেন।

স্থানীয় প্রশাসন ও মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিলকে সুষ্ঠু ও সুন্দর করে তোলার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।