বিমান বাহিনীর কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সার্জেন্ট মাসুম

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুরস্কার গ্রহণ করছেন সার্জেন্ট মো. মাসুম আলী, ছবি: সংগৃহীত

পুরস্কার গ্রহণ করছেন সার্জেন্ট মো. মাসুম আলী, ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সার্জেন্ট মো. মাসুম আলী।

সোমবার (৮ মার্চ) বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে প্রতিযোগিতা সমাপ্ত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও উপ-বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় বিমান সদর ইউনিট বিজয়ী এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক উপ-বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

বিমান সদর ইউনিটের সার্জেন্ট মো. মাসুম আলী কেরাত প্রতিযোগিতায় প্রথম এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের ওয়ারেন্ট অফিসার মো. জয়নাল আবেদিন মিয়া আজান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।

বিজ্ঞাপন

৭ মার্চ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।