পিএইচডি ডিগ্রি পেলেন শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পিএইচডি ডিগ্রি পেলেন শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানি, ছবি: সংগৃহীত

পিএইচডি ডিগ্রি পেলেন শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানি, ছবি: সংগৃহীত

শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানি তাওহিদ ও আকিদা বিষয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি লাভ করেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ২৫০তম সিন্ডিকেট সভায় শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানিকে ‘ইলমুত তাওহীদ-এ ইমাম আবু হানীফা (রহ.)-এর অবদান’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

শাইখ শহীদুল্লাহ খান মাদানী প্রফেসর ড. আ.খ. ম. ওয়ালী উল্লাহর তত্তাবধানে গবেষণা সম্পন্ন করেছেন।
শাইখ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল। এ ছাড়া তিন মাদরাসাতুল হাদিস, নাজিরবাজার, ঢাকার প্রিন্সিপালের দায়িত্বও পালন করছেন। সুবক্তা হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে। তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।