ঢাকায় কওমি উদ্যোক্তার সম্মেলন বৃহস্পতিবার

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকায় কওমি উদ্যোক্তার সম্মেলন বৃহস্পতিবার, ছবি: সংগৃহীত

ঢাকায় কওমি উদ্যোক্তার সম্মেলন বৃহস্পতিবার, ছবি: সংগৃহীত

ফেসবুকভিত্তিক কওমি আলেমদের সর্বপ্রথম ও সর্ববৃহৎ উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘কওমি উদ্যোক্তা’ সম্প্রতি ১ লাখ সদস্য অতিক্রম করেছে। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজধানী ঢাকায় উদ্যোক্তা সম্মেলন করতে যাচ্ছে গ্রুপটি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে অবস্থিত হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে দেশের খ্যাতিমান আলেম, মোটিভেশনাল স্পিকার এবং সফল উদ্যোক্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

চলতি বছরের ২ জুন করোনাকালীন সময়ে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। শুরু থেকেই গ্রুপটিতে ব্যাপক সাড়া মেলে। মাত্র ১৭২ দিনে এক লাখ সদস্য অতিক্রম করে গ্রুপটি। এখান থেকে নতুন নতুন উদ্যোগ শুরু করে সাবলম্বী হওয়ার পথে রয়েছেন হাজারও আলেম ও মাদরাসা শিক্ষার্থী।

কওমি উদ্যোক্তা গ্রুপের এটাই প্রথম সম্মেলন। এতে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মিলনমেলা ঘটবে। আমন্ত্রিত অতিথিগণ তরুণ উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্য ও আত্মোন্নয়নে নানারকম দিক-নির্দেশনা দেবেন।

গ্রুপের এডমিন আলেম, লেখক ও উদ্যোক্তা মাওলানা রোকন রাইয়ান জানিয়েছেন, হালাল উপার্জন বৃদ্ধি করতে আমাদের কওমি উদ্যোক্তার যাত্রা। আলহামদুলিল্লাহ, অল্পসময়ে ব্যাপক সাড়া পেয়ে আমরা আপ্লুত। অসংখ্য তরুণ আলেম এখন স্বপ্ন দেখছেন নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যকে চাকরি দিয়ে সহযোগিতা করার। ইনশাআল্লাহ, আমরা হালাল উপার্জন বৃদ্ধি করতে এ প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে কাজে লাগাতে পারবো বলে আশাবাদী।