ধর্ম প্রতিমন্ত্রীকে হাবের অভিনন্দন ও সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধর্ম প্রতিমন্ত্রীকে হাবের অভিনন্দন, ছবি: সংগৃহীত

ধর্ম প্রতিমন্ত্রীকে হাবের অভিনন্দন, ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করায় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে হাব (হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ) নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

লিখিত অভিনন্দন বার্তা হাব সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমদ সরদার ধর্ম প্রতিমন্ত্রীকে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় হাব নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে ও আপনার নেতৃত্বে আগামী দিনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও সফল ও গতিশীল হবে, হজ ও উমরা ব্যবস্থাপনা উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং বাংলাদেশি হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ হজযাত্রা নিশ্চিত করবে।

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান হাব নেতারা, ছবি: সংগৃহীত

হাব নেতৃবৃন্দ আরও বলেন, হাব সদস্যগণের মাধ্যমে প্রতিবছর প্রায় শতকরা ৯৬ ভাগ হজযাত্রী ও শতভাগ উমরাযাত্রী পবিত্র হজ ও উমরা পালন করে থাকেন। বাংলাদেশের হজ ও উমরা ব্যবস্থাপনার উন্নয়নে ও হজযাত্রীদের কল্যাণে বর্তমান হাব নেতৃবৃন্দ সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হজ ও উমরা ব্যবস্থাপনাসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল কার্যক্রমে হাব পরিবার সর্বদা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে- ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

অভিনন্দন ও শুভেচ্ছাপত্র হস্তান্তরের আগে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান হাব নেতারা।