নর্থ ইয়র্কশায়ার পুলিশ ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশ ইউনিফর্মের অংশ হিসেবে হিজাব পরিহিত প্রথম মুসলিম নারী উজমা আমিরেড্ডি, ছবি: সংগৃহীত

পুলিশ ইউনিফর্মের অংশ হিসেবে হিজাব পরিহিত প্রথম মুসলিম নারী উজমা আমিরেড্ডি, ছবি: সংগৃহীত

ব্রিটিশ পুলিশের নর্থ ইয়র্কশায়ার পুলিশ ইউনিফর্মের অংশ হিসেবে হিজাবের অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ ইউনিফর্মের অংশ হিসেবে হিজাব পরিহিত প্রথম মুসলিম নারী হলেন- উজমা আমিরেড্ডি।

২০১৯ সালে সর্বপ্রথম ব্রিটিশ হিজাবধারী মুসলিম নারী পুলিশ উজমা আমিরেড্ডি আরেক পুলিশ কর্মকর্তা আরফান রাউফের সঙ্গে মিলে পুলিশের ব্যবহারের উপযোগী করে এই হিজাবের নকশা করেন। এটাই অনুমোদন দিয়েছে ব্রিটিশ পুলিশের নর্থ ইয়র্কশায়ার কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে উজমা বলেন, ‘হিজাব আমাকে মুসলিম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে পূর্ণাঙ্গতা দিয়েছে।’

নতুন জিজাইনে বানানো এই হিজাবের দু’টি অংশ রয়েছে। একটি অংশ দিয়ে মাথা ঢেকে রাখা যার আর অপর অংশ দিয়ে গলা আবৃত করা যায়। তিনি বলেন, ‘এটা সংঘাতের সময় সুরক্ষা দিতে পারবে।’

বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তা উজমা আমিরেড্ডি ও আরফান রাউফ হিজাবের নকশা করেছেন, ছবি: সংগৃহীত

উজমা আমিরেড্ডি আরও বলেন, ‘আমি একজন ব্রিটিশ মুসলিম। আমি ব্রিটেনের সেবায় কাজ করতে চাই। পুলিশ কর্মকর্তা পেশা হিসেবে আমার দারুণ পছন্দের। কিন্তু এতদিন এই পেশা পূর্ণ মুসলিম হওয়ার প্রতিবন্ধক ছিল।’

হিজাবের ডিজাইনার অপর পুলিশ কর্মকর্তা আরফান রাউফ বলেন, ‘নতুন এই হিজাব নিয়ে আমরা দারুণ খুশি। এই হিজাব মানানসই। সমাজকে সঠিক বার্তা দিতে সক্ষম ও পেশাদারিত্ব বজায় রাখবে। একই সঙ্গে মুসলিম নারীদের মূল্যবোধ বজায় থাকবে।’

নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানায়, নর্থ ইয়র্কশায়ার পুলিশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে, প্রত্যেক পুলিশ কর্মকর্তার কাজের জন্য উপযুক্ত পোশাক নির্বাচন করে দেওয়া। আমরা যাদের সেবা দিয়ে থাকি তাদের প্রতিনিধিত্ব করাটাও জরুরি।