সেন্ট্রাল শরিয়া বোর্ডের নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সেন্ট্রাল শরিয়া বোর্ডের নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত, ছবি: সংগৃহীত

সেন্ট্রাল শরিয়া বোর্ডের নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত, ছবি: সংগৃহীত

২০১৯-২০২৩ কার্যকালের অবশিষ্ট মেয়াদের জন্য সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান পদে প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার (পিএইচডি) ও ভাইস-চেয়ারম্যান পদে মাওলানা এম শামাউন আলী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সেন্ট্রাল শরিয়া বোর্ডের জেনারেল সেক্রেটারিয়েটে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। এতে বোর্ডের ২২টি সদস্য ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবরা ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রূমি এ হোসেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো. মাহবুব-উল-আলম।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল সরকার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।