বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকা

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকা, ছবি: সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকা, ছবি: সংগৃহীত

জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার নাম প্রকাশ করেছে। তালিকায় বিভিন্ন দেশের মুফতিরা স্থান পেয়েছেন।

সমাজসেবা, শিক্ষা, গবেষণা, রাজনীতি, নেতৃত্ব, উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়।

বিজ্ঞাপন

হাদিস, ইসলামি আইনশাস্ত্র ও ইসলামি অর্থনীতি নিয়ে গবেষণাসহ নানা কাজের প্রেক্ষিতে শীর্ষস্থানীয় চিন্তাবিদ হিসেবে তালিকায় প্রথম স্থান লাখ বরেছেন পাকিস্তানের বিচারপতি শায়েখ মুফতি মুহাম্মদ তাকী উসমানি।

ওই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘ম্যান অব দ্য ইয়ার’ ও যুক্তরাষ্ট্রের নারী কংগ্রেস রাশিদা তালিব ‘ওমেন অব দ্য ইয়ার’ হিসেবে বিবেচিত হয়েছেন।

বিজ্ঞাপন

তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তৃতীয় স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির ক্রাউন প্রিন্স শায়েখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। চতুর্থ স্থানে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং পঞ্চম স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আলী হুসেইন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ষষ্ঠ, সপ্তম স্থানে রয়েছেন মরক্কোর বাদশাহ ষষ্ঠ মুহাম্মদ, অষ্টম স্থানে ইরাকের আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসেইন সিস্তানি, নবম স্থানে ইয়ামেনের দার আল মুস্তফার পরিচালক শেখ আল হাবিব উমর বিন হাফিজ এবং দশম স্থানে রয়েছেন ওমানের সুলতান কাবুস বিন সাদ আল সাদ।

তালিকায় ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট জোকো উইদাদো ১৩তম, আল আজহার বিশ্ব বিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি ড. আহমাদ তাইয়্যেব ১৪তম, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ২৪তম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়েখ ২৬তম ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের নেতা মাওলানা মাহমুদ মাদানি রয়েছেন ২৮তম স্থানে রয়েছেন।

এ ছাড়া তালিকায় পাকিস্তান তাবলিগের বিশিষ্ট দাঈ মাওলানা তারিক জামিল ৩৬তম, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ৪৪তম, মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ ৪৬তম ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ৪৭তম স্থানে রয়েছেন।