সেরা ইসলামি ব্যক্তিত্ব মনোনীত হলেন শাইখুল আজহার

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শাইখুল আজহার ডক্টর আহমদ তাইয়িব, ছবি: সংগৃহীত

আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শাইখুল আজহার ডক্টর আহমদ তাইয়িব, ছবি: সংগৃহীত

মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্র্যান্ড ইমাম শাইখুল আজহার ডক্টর আহমদ তাইয়িবকে ‘সেরা ইসলামি ব্যক্তিত্ব ২০২০’-এর পুরস্কারে ভূষিত করেছে মালয়েশিয়া।

বুধবার (১৯ আগস্ট) মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে নতুন হিজরি বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামের সঠিক চিত্র পরিস্ফূটন, মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন ও বিশ্বব্যাপী আজহারি স্কলারদের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে অসামান্য ও নান্দনিক অবদানের জন্য শাইখুল আজহারকে এই সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমেদ শাহ, প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন, মন্ত্রীপরিষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাইখুল আজহারের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত মিসরীয় রাষ্ট্রদূত জামাল আবদুর রহিম মুতাওয়াল্লি

শাইখুল আজহারের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত মিসরীয় রাষ্ট্রদূত জামাল আবদুর রহিম মুতাওয়াল্লি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রতি বছর ইসলাম ও মুসলমানদের কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য বিশ্বের বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের এই পুরস্কার দিয়ে থাকে মালয়েশিয়া সরকার।

মুহাম্মাদ লুতফেরাব্বী মিসর থেকে