ধামতীর পীর মাওলানা আবদুল হালিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধামতীর পীর মাওলানা আবদুল হালিম, ছবি: সংগৃহীত

ধামতীর পীর মাওলানা আবদুল হালিম, ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং ধামতী দরবারের পীর, উস্তাজুল উলামা মাওলানা আবদুল হালিম অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ধামতীর পীর মাওলানা আবদুল হালিমের নাতি মাওলানা শাহ আহমদ হাসান সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধামতীর পীর সাহেব দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন।

বিজ্ঞাপন

ধামতীর পীর মাওলানা আবদুল হালিম প্রায় ৩০ বছর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ধামতী দরবারের পীর হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ-বিদেশে তার অসংখ্যা ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রয়েছে।

তিনি হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস বাবা হুজুরের বেয়াই এবং মরহুম মাওলানা আবদুল হাই পাহাড়পুরী (রহ.)-এর মামা।

বিজ্ঞাপন

ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মুহাম্মদ মহিউদ্দীন এবং ধামতীর পীর মাওলানা আব্দুল হালিমের নাতি মাওলানা শাহ আহমদ হাসান সিদ্দিকী পীর সাহেব হুজুরের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।