করোনা: রোমে ঢুকতে দেওয়া হচ্ছে না ১২৫ বাংলাদেশিকে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালির রোম বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ থেকে নামতে দেওয়া হচ্ছে না ঢাকা থেকে আসা ১২৫ জন বাংলাদেশিকে। কাতার এয়ারওয়েজেই তাদের ফিরতে হবে দোহায় কিংবা ঢাকাতে, জানিয়ে দেওয়া হয়েছে দেশটির চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত।

ইতালিতে অবস্থানরত প্রবাসী সংবাদ প্রবাহের সম্পাদক মাইনুল ইসলাম এই তথ্য বার্তা নিউজকে জানিয়েছেন। এছাড়া এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে ইতালির বার্তা সংস্থা আনসা ১২৫ বাংলাদেশিকে রোমে নামতে না দিয়ে দোহাতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার ইতালির বার্তা সংস্থা আনসা জানায়, কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে সকল ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইটে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়।