গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৮৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে ৮৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪২ হাজার ৬০৩ জনে পৌঁছেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২০ অক্টোবর) এ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি আবাসিক কমপ্লেক্স লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ৮৭ জন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। এখনো অনেকেই ধ্বংসস্তূপের নিচে রয়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

উল্লেখ, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৮৫ শতাংশ মানুষ।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।