যুক্তরাজ্যে মানুষের উপর করোনার ভ্যাকসিন প্রয়োগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবীদের মাঝে করোনাভাইরাসের নতুন ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হচ্ছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রফেসর রবিন শ্যাটক এবং তার সহযোগীদের নেতৃত্বে একটি পরীক্ষার অংশ হিসেবে আগামী সপ্তাহে প্রায় ৩০০ জনের উপর প্রয়োগ করা হবে ভ্যাকসিনটি।

বিভিন্ন প্রাণীদের উপর ভ্যাকসিনটি প্রয়োগের মাধ্যমে পরীক্ষার ফল থেকে দেখা গিয়েছে যে, ভ্যাকসিনটি মানুষের শরীরে প্রয়োগের জন্য নিরাপদ এবং তা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে কার্যকরি ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

ফিন্যান্সে কাজ করা ক্যাথি (৩৯) হলেন ইম্পেরিয়াল কলেজের ট্রায়ালের একদম প্রথমদিকের একজন স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী হওয়া প্রসঙ্গে জানান, তিনি স্বেচ্ছাসেবক হয়েছেন কারণ এই ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে চান তিনি।

তিনি বলেন, ‘আমি আসলে জানতাম না যে এই বিষয়ে সাহায্য করার জন্য কি করতে পারি, পড়ে দেখা গেলো যে আমিও সাহায্য করতে পারব। এবং আমি বুঝতে পারছি যে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত কোন কিছুই স্বাভাবিক অবস্থায় ফিরবে না। তাই এই প্রক্রিয়ার অংশ হতে চেয়েছি আমি।’

ট্রায়ালের প্রথম পর্বের পরে চলতি বছরের অক্টোবরে আরও ৬০০০ মানুষকে এই প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ইম্পেরিয়াল কলেজের গবেষক দল আশা করছে, ২০২১ সালের শুরুর দিকে এই ভ্যাকসিনটি যুক্তরাজ্যসহ বাইরের দেশগুলোতে বিতরণ করা যাবে।