ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ইতালি

  • ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালিতে কমে গেছে মহামারী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাভাবিক হতে শুরু করেছে জীবন ও জীবিকা। ধাপে ধাপে শিথিল করা হয়েছে করোনা লকডাউন।

খুলেছে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, রেস্তোরাঁসহ সব কিছু। এদিকে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে থাকায় দীর্ঘ তিনমাস পর বুধবার (৩ জুন) থেকে সীমান্ত খুলে দেওয়ার পাশাপাশি নাগরিকদের ওপর থেকেও তুলে নেয়া হলো ভ্রমণ নিষেধাজ্ঞা।

সীমান্ত খুলে দেওয়ার মাধ্যমে প্রায় তিন মাস পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সচল হচ্ছে ইতালির ।

বৃহস্পতিবার (৪ জুন) থেকে ইতালির নাগরিকেরা ইউরোপের অন্য দেশগুলোতে অবাধে ভ্রমণ করতে পারবেন। একইসাথে আঞ্চলিক শহরগুলোর মধ্যে নাগরিকদের যাতায়াতে আর কোন নিষেধাজ্ঞা থাকছে না।

প্রথম ধাপে খুলে যাচ্ছে ইতালির পর্যটনশিল্প। বিশ্বের যে কোনো দেশ থেকে পর্যটকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন। তবে স্বাস্থ্যবিধি মেনে ইতালির সর্বত্র ভ্রমণ করতে হবে। এতে ইউরোপীয় ইউনিয়ন এর সকল দেশের পর্যটকদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইন লাগবেনা।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেন, ইতালি জাতি আজ থেকে সম্পূর্ণ স্বাভাবিক কার্যক্রম বা ভ্রমণ করতে পারবে ইতালির সর্বত্র। সেই সাথে বিশ্বের সকল দেশের পর্যটকদের জন্য ইতালি খোলা আছে।

তবে ইউরোপ মহাদেশের বাইরে থেকে আসা পর্যটকরা ইতালিতে আসলে বাধ্যতামূলক ১৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই নিয়ম ইউরোপ মহাদেশের নাগরীকদের জন্য প্রযোজ্য হবেনা।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে ইতালিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এর ১১ই মার্চ থেকে পুরো ইতালিতে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।