১ জুলাই থেকে সঙ্গরোধ ছাড়াই স্পেন যেতে পারবে পর্যটকরা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে পর্যটকরা আবারও স্পেনে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

সোমবার (২৫ মে) এক বৈঠকে মন্ত্রিপরিষদের মন্ত্রীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

বৈঠকে জানানো হয়, কোনো ধরনের সঙ্গরোধ (কোয়ারেন্টাইন) ছাড়াই পর্যটকরা স্পেনে আসতে পারবেন। অর্থাৎ পূর্বের নিয়ম অনুযায়ী পর্যটকদের এখন দুই সপ্তাহের সঙ্গরোধে থাকা লাগবে না।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক ঘোষণায় বলেছিলেন, স্পেন বিদেশী দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সে সময় দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকা লাগবে কিনা সেটি তিনি পরিষ্কার করে বলেন নি।

এক বছরে ৮০ মিলিয়ন পর্যটক আসে দেশটিতে। যদিও এখন কেবল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পর্যটকদের আশার অনুমতি দেওয়া হয়েছে। পর্যটন খাত থেকে স্পেনের জিডিপির ১২ শতাংশ আসে।