লন্ডভন্ড কলকাতা, অন্তত ৩ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আম্পানে লন্ডভন্ড হয়ে গেছে গোটা কলকাতা। আশঙ্কার চেয়ে দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হয়েছে এ শহর। কলকাতার বুকে প্রায় ১৩০ কিলোমিটার বেগে ধেয়ে আসা তুমুল ঝড়ে কমপক্ষে তিনজনের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ভারতীয় সংবাদমাধ্যম নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়, এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

শহর জুড়ে উপড়ে পড়ে আছে তিন শতাধিক গাছ। বহু জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ও লাইটপোস্ট, সিগন্যাল পোস্ট। ভেঙে পড়েছে বাড়িঘর। বুধবার সন্ধ্যার পর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আসে বেশকিছু এলাকায়।

আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, রাত পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ২৪৪.২ মিলিমিটার। কলকাতায় মে মাসে একদিনে এত বৃষ্টি আগে দেখা যায়নি। এ দিন নতুন রেকর্ড তৈরি হয়েছে।

বুধবার সন্ধ্যায় আম্পান আঘাত হানার আগে দুপুরে শহর জুড়ে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এর পর বাতাসের গতিবেগ বাড়তে থাকে। নিউ আলিপুর, বেহালা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, গড়িয়াহাটসহ বেশ কিছু এলাকায় গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। পুলিশের বাহিনী পৌঁছেও যায় সেই সব এলাকায়। এর মধ্যেই খবর আসে, বহু জায়গায় গাছ ভেঙে ও বিদ্যুতের তার পড়ে আছে।

এরপর প্রবল বৃষ্টির কারণে শহরের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ঝড়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানা ফাইবারের ছাদ উড়ে ও ট্র্যাফিক গার্ডের চালও উড়ে যায়। কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচ নম্বর গেট সংলগ্ন নতুন ছাত্রাবাসের প্রধান গেট ও ছাত্রাবাসের জানালা ভেঙে পড়ে। মেন বিল্ডিং, ট্রমা বিল্ডিংসহ হাসপাতালের একাধিক বাড়ির কাচ ভেঙে পড়ে। পরে হাসপাতালের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।