রাতভর তাণ্ডব, পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। ঘূর্ণিঝড়ের কবলে ১২ জনের মৃত্যু হয়েছে। আম্পানের তাণ্ডবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রবল বাতাস, অতিবৃষ্টি ও জলোচ্ছ্বাসে লাইটপোস্ট, সিগন্যাল পোস্ট ও গাছ পড়ে অবরুদ্ধ হয়ে আছে কলকাতার বেশির ভাগ রাস্তা।

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আম্পানের প্রভাব করোনাভাইরাস মহামারির চেয়েও খারাপ। দুই ২৪ পরগনায় আম্পান তাণ্ডবলীলা চালিয়েছে। বাড়িঘর, নদীর বাঁধ ভেঙে গিয়েছে, ক্ষেত ভেসে গিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্তদের ১ লক্ষ কোটি টাকা ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

পাথরপ্রতিমা, নামখানা, বাসন্তী, কুলতলি, বারুইপুর, সোনারপুর, ভাঙড় থেকে যা খবর এসেছে তা ভয়াবহ। খারাপ খবর উত্তর ২৪ পরগনা থেকেও এসেছে। তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সেই সংক্রান্ত সবিস্তার তথ্য পেতে ৩-৪ দিন লেগে যাবে বলে জানান তিনি।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, সুন্দরবন-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছে। দমদমে ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার ও কলকাতার আলিপুরে ১১৪ কিলোমিটার। রাত পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ২৪৪.২ মিলিমিটার। কলকাতায় মে মাসে একদিনে এত বৃষ্টি আগে দেখা যায়নি।