ভারতকে এক বিলিয়ন ডলার অর্থ সহায়তা বিশ্বব্যাংকের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্বব্যাংক, ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংক, ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে এক বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক এই সংস্থাটি শুক্রবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন তাদের রিপোর্টে উল্লেখ করে, প্রথম ধাপে ভারতকে ৭৫০ মিলিয়ন দেওয়া হবে। অবশিষ্ট অর্থ ২০২১ অর্থবছরে দেওয়া হবে।

এই অর্থের পুরোটাই গরিব ও দুস্থদের স্বার্থে ব্যয় করা হবে।

উল্লেখ্য, গত মাসে স্বাস্থ্যবিভাগের জরুরি পদক্ষেপের অংশ হিসেবে ভারতকে এক বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছিল বিশ্বব্যাংক।