করোনার প্রতিষেধক আবিষ্কার কতদূর?
মহামারি করোনাভাইরাস মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। বিজ্ঞানীরা নিরলস চেষ্টা করে যাচ্ছে করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্য। গবেষকরা ল্যাবে পরীক্ষা করে যাচ্ছে করোনাভাইরাসকে ঠেকাতে পারে এমন প্রতিষেধকের।
বার্তা২৪.কমের পাঠকদের জন্য করোনাভাইরাস ও এর প্রতিষেধক আবিষ্কার সম্পর্কিত বিস্তারিত দিক তুলে ধরা হলো—
ভাইরাস কীভাবে সংক্রমণ অব্যাহত রাখে—
ভাইরাস সাধারণত নিউক্লিয়িক অ্যাসিড (ডিএনএ বা আরএনএ)। প্রোটিন আবরণ নিয়ে গঠিত। ভাইরাস সবসময় পরজীবী অর্থাৎ বেঁচে থাকতে হলেও প্রজনন করতে হবে। এজন্য ভাইরাসকে অন্য কোষে প্রবেশ করতে হয়। এজন্য নিউক্লিয়িক অ্যাসিড পোষক কোষ হলো ভাইরাস প্রজননের জন্য অন্যতম উপায় বলা যেতে পারে। এক্ষেত্রে ভাইরাস উৎপাদন করতে গিয়ে পোষক কোষটির মৃত্যুও হতে পারে। আর ভ্যাকসিন ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি করে। অর্থাৎ প্রজননে বাধা দেয়। এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
কোন পদ্ধতিতে আবিষ্কার হবে করোনার প্রতিষেধক—
যেকোনো ভাইরাস ধ্বংসে সবচেয়ে কার্যকারী হলো টিকা বা ভ্যাকসিন। ভ্যাকসিন মূলত ভাইরাসের সবচেয়ে দুর্বল দিকগুলোকে তাপ ও রাসায়নিক দ্বারা নিষ্ক্রিয় করতে চেষ্টা করে। তবে করোনাভাইরাস নিষ্ক্রিয় করতে এ পদ্ধতি সক্ষম নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সেক্ষেত্রে ভাইরাস নিষ্ক্রিয় করতে উচ্চতর ও বারবার ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করতে হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স গবেষকরা করোনাভাইরাসের রিকম্বিনেন্ট ভ্যাকসিন তৈরি করতে চেষ্টা করছে। এই পদ্ধতিতে ভাইরাসের উপরে প্রোটিন স্পাইকের জেনেটিক কোড বের করা হয়। এ প্রোটিন স্পাইকে সংক্রমিত হওয়া টিস্যু বিনষ্ট করে।
অপর একটি পদ্ধতি হলো— ভাইরাসের প্রোটিনকে বাইপাস করা এবং এর জিনকে ধ্বংস করা। অর্থাৎ ভাইরাসের প্রজনন ক্ষমতা ধ্বংস করা। সহজ কথায় জিন হলো- উদ্ভূত হওয়া বা ভাইরাসের মূল শিকড় বলা যেতে পারে।
করোনার ভ্যাকসিন তৈরিতে কেন এত দেরি—
এখন প্রশ্ন আসে করোনার ভ্যাকসিন তৈরিতে এত বেশি সময় কেন লাগছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের জিনগত বৈশিষ্ট্য একেবারে নতুন। এখন পর্যন্ত করোনার যতগুলো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তার পরীক্ষামূলক ট্রায়েলের জন্য প্রয়োজন অনেক সময়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে ভ্যাকসিন আবিষ্কার করেছে তার অনুমোদনের জন্য প্রয়োজন ১৮ মাস সময়। এই ১৮ মাস সময়ে এটি আসলে করোনা প্রতিরোধে কতটুকু সক্ষম তার পরীক্ষা করা হবে। পাশাপাশি চীন কাজ করছে এ ভাইরাসে প্রতিষেধক আবিষ্কার জন্য। তবে তার জন্যও প্রয়োজন অনেক সময়। যেকোনো ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য কয়েক বছরও সময় লেগে যায়।
প্রতিষেধক আবিষ্কারই কি একমাত্র সমাধান—
একইসঙ্গে প্রশ্ন আসে করোনার প্রতিষেধক আবিষ্কার হলেও কী সব দেশ এর প্রতিষেধক ব্যবহারে সক্ষম হবে কি না। কারণ দরিদ্র দেশ সমূহ এ ভ্যাকসিন কিনতে কতটা সক্ষম এবং ক্রয় করতে পারলেও এত সংখ্যক মানুষের জন্য সরবরাহ করতে পারবে কি না সেটা নিয়ে উৎকণ্ঠায় আছেন গবেষকরা। উদাহরণস্বরূপ তারা বলছেন- ২০০৯ সালে ফ্লু মহামারি চলাকালীন এর প্রতিষেধক পেতে বেগ পেতে হয়েছিল দরিদ্র দেশগুলোকে। এমনকি উন্নতদেশগুলো সে সময় তাদের জন্য বেশি সংখ্যক ভ্যাকসিন মজুর রেখেছিল।
বিশ্লেষকরা উদাহরণস্বরূপ ভারতের কথা বলেছেন। উন্নতদেশ সমূহে বড় ধরনের ওষুধ রফতানির বাজার ভারতের। সেখানে ভারতের মতো একটি দেশ যদি করোনার ভ্যাকসিন আবিষ্কারে সক্ষম হয় তাহলে তারা রফতানি করার আগে নিজের ১.৩ বিলিয়ন মানুষের জন্য পর্যাপ্ত মজুদ রাখবে আগে। আর অনুন্নত দেশ সমূহ যারা এখনও চাহিদা অনুযায়ী পিপিই ও কিট আমদানি করতে হিমশিম খাচ্ছে সেখানে ভ্যাকসিন সরবরাহ করতে কতটা সক্ষম প্রশ্ন থেকে যায়।
আরও পড়ুন- ক্লোরোকুইন ওষুধে কি করোনা নিরাময় সম্ভব?
গরমে কমবে করোনার সংক্রমণ, দাবি মার্কিন গবেষকদের
করোনার চিকিৎসায় চার ওষুধ নিয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বন্যপ্রাণীর অবাধ বাণিজ্য, ভয়াবহ মহামারির দ্বারপ্রান্তে বিশ্ব
নীল আকাশ বলে দিচ্ছে, ভারত কতটা দূষণমুক্ত
পৃথিবীর যেসব অঞ্চল এখনো করোনামুক্ত
ক্ষমতার অন্দরমহলে করোনার আধিপত্য!