অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করছে ভারত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে ভারতে বন্ধ হচ্ছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। এর আগে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (২৩ মার্চ) দেশটির কেন্দ্র সরকারের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

এনডিটিভি বলছে, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের সব অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে। ভারতের কেন্দ্রীয় সরকার এ ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে যাতে সব ফ্লাইট অবতরণ করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে উড়তে পারবে কার্গো ফ্লাইট।

রোববার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ফ্লাইট ওঠানামা না করতে ঘোষণা দেন। কেন্দ্র তখন বিরোধিতা করেছিল। কিন্তু এর একদিন পরই কেন্দ্র সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়।

সোমবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪১৫-তে। এছাড়াও মারা গেছেন আটজন।