স্বেচ্ছা সঙ্গরোধে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল স্বেচ্ছায় সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (২২ মার্চ) মার্কেলের মুখপাত্র স্টিফেন সেইব্রেট এক সংবাদ সম্মেলনে জানান, চলতি মাসের শুক্রবার (২০ মার্চ) মার্কেল একটি ভ্যাকসিন গ্রহণ করেন। তাকে ভ্যাকসিন প্রদান করা ডাক্তারের করোনাভাইরাসের পরীক্ষায় পজেটিভ আসার ফলে তিনি দ্রুত এই সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

সেইব্রেট আরও জানান, তার উপর পরবর্তীতে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য আরও পরীক্ষা করা হবে, কারণ প্রাথমিক স্টেজের ফলাফলের উপর ভরসা রাখা যাচ্ছে না। সঙ্গরোধে থেকেই মার্কেল তার সকল কাজ চালিয়ে যাবেন বলে জানান সেইব্রেট।