পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে শিশুসহ নিহত ২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ঘর ভেঙ্গে শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ডজনখানেক। শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সরকারি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার থেকেই আফগান সীমান্তবর্তী দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এতে শিশুসহ মোট ২০ জন মারা গেছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্থানীয় ত্রাণ কর্মকর্তা তৈমুর আলী জানান, বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন ঘটনায় ১৪ জন শিশু ও তিনজন নারী নিহত হয়েছেন। এর মধ্যে দারগা শহরে একটি বাড়ির ছাদ ধসে ৫ জন শিশু মারা গেছে বলে জানান তিনি। এছাড়া বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এদিকে বৃষ্টির কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৫১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তুষারপাতের ফলে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। সামনের দিকে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর।