ইরানে ২৩ এমপি করোনায় আক্রান্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইরানের পার্লামেন্ট/ ছবি: সংগৃৃহীত

ইরানের পার্লামেন্ট/ ছবি: সংগৃৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে প্রাণহানি হয়েছে ৭৭ জনের। এছাড়াও দেশটিতে অন্তত ২৩ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ইরান সরকার এক বিজ্ঞপ্তিতে জানায়, এ পর্যন্ত তাদের দেশে ২ হাজার ৩৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত ২৪ ঘণ্টায় ৮৩৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ১১ জনের।

করোনার উৎসস্থল চীনের পর ইরানেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ধারণা করা হচ্ছে দেশটিতে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি। তবে তা অস্বীকার করছে দেশটির কর্তৃপক্ষ।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে প্রাণহানি তিন হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। ৪৮ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।