পার্লামেন্ট ভেঙে দিলেন লঙ্কান প্রেসিডেন্ট, ২৫ এপ্রিল নির্বাচন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কায় আগাম নির্বাচনের ডাক দিয়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। পাশাপাশি আগামী ২৫ এপ্রিল নতুন নির্বাচনের তারিখও ঘোষণা করেছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) ‘দ্য হিন্দু’ এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাজাপাকসে সোমবার (২ মার্চ) এ ঘোষণা দেন।

সংবাদমাধ্যমটি বলছে, দেশটির সংবিধান অনুসারে, পাঁচ বছর মেয়াদের মধ্যে সাড়ে বছর পর চাইলে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। ২০১৯ সালের নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজাপাকসে। এর পরপরই নিজের ক্ষমতা খর্ব হওয়ার কারণে মুক্তভাবে কাজ করতে না পারার অভিযোগ করেন তিনি। তাছাড়া পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। বিশ্লেষকরা মনে করছেন এসব কারণেই হয়তো তিনি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।

খবরে আরও বলা হয়, নতুন পার্লামেন্টের অধিবেশন আগামী ১৪ মে বসবে। এক বিবৃতির মাধ্যমে লঙ্কান নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।