মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আভাস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দাতুক সেরি জুল্কেফ্লাই আহমাদ মালয়েশিয়ায় করোনাভাইরাসের শেষ অবস্থা জানাতে গিয়ে এক টুইট বার্তায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিজের শেষ দিনের আভাস দিলেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের শেষ অবস্থান সম্পর্কে তিনি জানান, মোট ২২ জনের মধ্যে আরও দুইজন রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরা হচ্ছেন করোনায় আক্রান্তদের মধ্যে ১৪ ও ১৯তম রোগী। দেশ এখন একটি রাজনৈতিক সঙ্কটে জড়িয়ে পড়েছে। যা নিয়ে সরকার পরিবর্তনের বিষয়ে অনেকের ধারণা রয়েছে।

বিজ্ঞাপন

টুইট বার্তায় তিনি বলেন, "আলহামদুলিল্লাহ! কোভিড-১৯ এ আক্রান্ত দুইজন পুরোপুরি নিরাময় এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আজ। নতুন করে আর কেউ আক্রান্ত হননি। ১৪ ও ১৯তম রোগী কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ পর্যন্ত ২০ জন সুস্থ হয়েছেন। আরো দুইজন চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্যমন্ত্রীর হিসাবে এটা আমার শেষ টুইট।

এর আগে, সোমবার দুপুরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে দুই লাইনের এক বিবৃতি দিয়ে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। তারই কিছুক্ষণ পর দেশটির স্বাস্থ্যমন্ত্রীর এমন আভাস!