আকস্মিক বন্যায় ৬ শিক্ষার্থী নিহত, নিখোঁজ ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার কাজ চলছে/ ছবি: এএফপি

উদ্ধার কাজ চলছে/ ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার জাভায় আকস্মিক বন্যায় কমপক্ষে ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে ৫ শিক্ষার্থী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির যোগিয়াকার্তা শহরে একটি স্কুলের শিক্ষার্থীরা ক্যাম্পিং করছিল। বিকেলের দিকে আকস্মিক বন্যা শুরু হয়।

বিজ্ঞাপন

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবো সিএনএকে জানান, উদ্ধারকারীরা সেম্পোর নদী থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে। এর ফলে এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা গেছে।

তিনি বলেন, মরদেহগুলোকে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মরদেহগুলো শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, কমপক্ষে ২৫০ জন শিক্ষার্থী ক্যাম্পিং-এ অংশ নেয়। তারা পানিতে নামলে আকস্মিক স্রোত বেড়ে যায়। ২৩৯ জন রক্ষা পেলেও ৬ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের সন্ধানে ১৮০ জন উদ্ধারকারী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ক্যাম্পিং সম্পর্কে স্কুলটি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করেনি।