আফগান রাষ্ট্রপতি নির্বাচন: আশরাফ গানিকে বিজয়ী ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আশরাফ গানি

আশরাফ গানি

ভোটগ্রহণের প্রায় পাঁচ মাস পরে রাষ্ট্রপতি আশরাফ গানিকেই বিজয়ী ঘোষণা করেছে আফগানিস্তানের নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় আরও পাঁচ বছর মেয়াদে আশরাফ গানি আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন।

দেশটির নির্বাচন কমিশনের ঘোষণায় বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে আশরাফ গানি ভোটের ৫০.৬৪ শতাংশ পেয়েছিলেন, প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ ৩৯.৫২ শতাংশ ভোট পেয়েছেন।

আবদুল্লাহর করা ভোট-কারচুপির অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচনের ফল ঘোষণায় এতটা বিলম্ব হয়।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের প্রধান বলেন, খুবই কম ভোটের ব্যবধানে ৫০.৬৪ শতাংশ ভোটে জয়ী হয়েছেন আশরাফ গানি। জয় পেতে দরকার ছিল ন্যূনতম ৫০ শতাংশ ভোট। গানি এর সামান্য একটু বেশি ভোটে জিতেছেন। আর তার প্রতিপক্ষ আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫ ভোট।