মিয়ানমারকে অঙ্গীকার মনে করিয়ে দিলেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতিসংঘে গণহত্যা কনভেনশন স্বাক্ষর করে মিয়ানমার, ছবি: সংগৃহীত

জাতিসংঘে গণহত্যা কনভেনশন স্বাক্ষর করে মিয়ানমার, ছবি: সংগৃহীত

জাতিসংঘে গণহত্যা কনভেনশন স্বাক্ষর করে মিয়ানমার (বার্মা) ১৯৫৬ সালের ১৪ মার্চ। বিদায়ী জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংহি লি তার টুইটার বার্তায় একটি ছবি পোস্ট করে মিয়ানমারকে গণহত্যা কনভেনশন সম্পর্কে দেশটির অঙ্গীকার মনে করিয়ে দেন।

ছবিতে দেখা যাচ্ছে, জাতিসংঘে বার্মার নতুন স্থায়ী প্রতিনিধি ইউ উইন ১৯২৬ সালের দাসত্ব বিরোধী, মানব পাচার বিরোধী, জোর করে পতিতাবৃত্তি কনভেনশন সম্পর্কিত প্রোটোকলটিতে স্বাক্ষর করতে সদর দফতরে আসেন। তিনি জাতিসংঘে গণহত্যা কনভেনশন অনুমোদনের জন্য তার দেশের পক্ষ হতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এই ছবিতে ইউ উইনের একটি নথিতে স্বাক্ষর করছেন। বার্মিজ প্রতিনিধি দলের ইউ কিউ মিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আইন বিষয়ক অফিস, চুক্তি বিভাগের কর্মকর্তা এস কিনারিক স্বাক্ষরটির সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।