ফ্রান্সেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ ফ্রান্সেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আগনেস বুইজান দেশটির সংবাদ মাধ্যমগুলোকে জানান, বোর্ডইক্স শহর ও রাজধানী প্যারিসে একজন করে আক্রান্ত রোগীকে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

করোনা ভাইরাসে আক্রান্ত দুজনই চীন ভ্রমণ করেছেন বলে জানান তিনি। এছাড়া আক্রান্তের পরিমাণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এখন দুজন চিহ্নিত হয়েছে। তবে সামনের দিকে আরও বাড়তে পারে।

ফ্রান্সের স্থানীয় পত্রিকা লে ম্যান্ডে জানায়, বোর্ডইক্সয়ে যে রোগী শনাক্ত করা হয়েছে সে চীনা বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছ।

শুক্রবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে একজন আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

চীনের উহান শহর থেকে উদ্ভূত এই ভাইরাস এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত পুরো বিশ্বের ৯৩৯ জন আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে চীনেই রয়েছে ৯১৬ জন। এছাড়া মারা গেছে ২৬ জন।

আরও পড়ুন: করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য হাসপাতাল তৈরি করছে চীন