নতুন স্যাটেলাইট ‘জাফর’ মহাকাশে পাঠাচ্ছে ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন স্যাটেলাইট ‘জাফর’/ ছবি: পার্সটুডে

নতুন স্যাটেলাইট ‘জাফর’/ ছবি: পার্সটুডে

নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে ইরান। নতুন এই উপগ্রহের নামকরণ করা হয়েছে ‘জাফর’।

শনিবার (১৮ জানুয়ারি) ইরানের মহাকাশ সংস্থা আইএসএ এর বরাতে এ খবর প্রকাশ করেছে পার্স টুডে।

বিজ্ঞাপন

প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ইরানি বিজ্ঞানীরা এই উপগ্রহটি নিয়ে গবেষণা করেছেন। বিজ্ঞানীরা বলছেন, এই উপগ্রহের ওজন ৯০ কেজি। এর মধ্যে থাকা চারটি ক্যামেরা ভূপৃষ্ঠের ছবি ধারণ করতে সক্ষম। জাফরের ইমেজ রেজ্যুলেশন হচ্ছে ৮০ মিটার।

২০০৯ সালে ইরানি বিজ্ঞানীরা আশা নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। এর পরের বছর প্রাণীবাহী মহাকাশযান মহাকাশে দেশটি। এরপর ২০১৫ সালে ফজর বা ঊষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠায় ইরান।