রোহিঙ্গা গণহত্যা: ২৩ জানুয়ারি সিদ্ধান্ত জানাবে আইসিজে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আইসিজেতে শুনানিতে মিয়ানমার নেত্রী অং সান সুচি

আইসিজেতে শুনানিতে মিয়ানমার নেত্রী অং সান সুচি

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২৩ জানুয়ারি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

গাম্বিয়ার বিচার মন্ত্রণালয় সোমবার (১৪ জানুয়ারি) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
গাম্বিয়ার বিচার মন্ত্রণালয়ের টুইট

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারে সংঘঠিত গণহত্যার বিষয়ে ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে।  মিয়ানমার গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংসের মাধ্যমে "রোহিঙ্গাদের একটি দল হিসাবে ধ্বংস করার উদ্দেশ্যে" "গণহত্যামূলক কাজ" করেছে বলে অভিযোগ করা হয় মামলায়।

গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দিন ধার্য করে  আইসিজে।  প্রথম ধাপে ১০ ডিসেম্বর শুনানি করে গাম্বিয়া। আর ১১ ডিসেম্বর শুনানি করে মিয়ানমার।