ইরান ইস্যুতে আমেরিকার কঠোর সমালোচনায় চীন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং/ ছবি: পার্সটুডে

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং/ ছবি: পার্সটুডে

কাসিম সোলাইমানি হত্যার পর উত্তেজনায় আমেরিকা ইরানের ওপর যে নিষেধাজ্ঞা চাপিয়েছে, তাকে ‘স্বেচ্ছাচারী’- বলে মন্তব্য করেছে চীন।

সোলাইমানি হত্যার জবাব হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপর আমেরিকা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জানুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং ইরানের ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেছেন, দায়িত্বজ্ঞানহীন আচরণ অথবা নিষেধাজ্ঞা সমস্যার সমাধান করতে পারে না।

মার্কিন অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঘোষিত নিষেধাজ্ঞার কারণে চীন ক্ষতিগ্রস্ত হবে বলেই এমন সমালোচনা করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।