থাইল্যান্ডে সরকারবিরোধী দৌড়ে হাজারো নাগরিক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডে সরকারবিরোধী দৌড়ে হাজারো নাগরিক / ছবি: রয়টার্স

থাইল্যান্ডে সরকারবিরোধী দৌড়ে হাজারো নাগরিক / ছবি: রয়টার্স

হাজারো থাই নাগরিক দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা’র বিরুদ্ধে একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। যদিও রোববারের (১২ জানুয়ারি) এই সরকারবিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রীর যথেষ্ট সমর্থন ছিল।

থাইল্যান্ডের ব্যাংককে একটি পাবলিক পার্কে ‘স্বৈরশাসনের বিরুদ্ধে দৌড়’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তিন আঙুল উঁচিয়ে স্যালুট জানাচ্ছিল।

বিজ্ঞাপন

দেশটির পুলিশের বরাতে রয়টার্স বলছে, সূর্যোদয়ের আগেই প্রায় ১৩ হাজার বিক্ষোভকারী অ্যাথলেটদের পোশাক পরিহিত অবস্থায় এই প্রতিযোগিতার জন্য পার্কে সমবেত হন।

এ সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর উচ্ছেদে স্লোগান দেন, ‘প্রায়ুথ, ক্ষমতা ছাড়’ এবং ‘গণতন্ত্র চিরজীবী হোক’। ২ দশমিক ৬ কিলোমিটার দৌড়ে নিরাপত্তাবাহিনী তাদের পেছনে অবস্থান নেয়।

২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশটির শাসন হাতে নেয় সামরিক জান্তা প্রায়ুথ চান। তাদের বিরোধী দল নির্বাচনে বেশ কারচুপির অভিযোগ আনে।