‘ইরানের হামলায় কোনও মার্কিন সেনা নিহত হয়নি’

  ইরান-আমেরিকা দ্বন্দ্ব
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনও মার্কিন সেনা নিহত হয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ জানুয়ারি) ইরানের হামলার পরবর্তী প্রতিক্রিয়া জানাতে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় খুবই সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আমেরিকার সামরিক শক্তি বিশ্বের অন্যান্য দেশের চেয়ে শক্তিশালী। আমেরিকার এমন সব অস্ত্র রয়েছে যা অন্যদের নেই। ইরান মধ্যপ্রাচ্যের সন্ত্রাসীদের লালন ও সহায়তা করছে। আমেরিকা এ ধরনের কর্মকাণ্ড হতে দেবে না।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভ্যলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান সোলাইমানি। ইরানের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন করে উসকে পড়ে। সোলাইমানির হত্যাকাণ্ডের চরম প্রতিশোধের ঘোষণা এরই মধ্যে দিয়েছে ইরান। তবে, ওয়াশিংটনও পাল্টা হুমকি দিয়ে রেখেছে তেহরানের প্রতিশোধের ঘোষণা শুনে।